IQNA

ভারতে হযরত মুহাম্মাদ (সা.)এর ওফাত বার্ষিকী উপলক্ষে শোকানুষ্ঠান

23:28 - November 06, 2018
সংবাদ: 2607139
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)এর ওফাত বার্ষিকী উপলক্ষে ইরানী কালচারাল সেন্টারের পক্ষ থেকে ভারতের রাজধানী নয়া দিল্লিতে শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: হযরত মুহাম্মাদ (সা.)এর ওফাত বার্ষিকী এবং ইমাম হাসান মুজতাবা ও ইমাম রেজা (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আহলে বায়েত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে উক্ত শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে। ৬ষ্ঠ থেকে ৮ম নভেম্বর পর্যন্ত নয়া দিল্লিতে ইরানী কালচারাল সেন্টারে শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
তিনি দিনের এই শোকানুষ্ঠানে ইমাম হাসান মুজতাবা (আ.)এর ব্যক্তিত্বের আলোকে বক্তৃতা পেশ করবেন ওলীয়ে ফাকিহের ভারত প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাহদী মাহদাভীপুর, হযরত মুহাম্মাদ (সা.)এর নৈতিক গুণাবলীর আলোকে বক্তৃতা পেশ করবেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আব্বাস ফাসানন্দিদা এবং ইমাম রেজা (আ.)এর শিক্ষাগত নৈতিক আচার সম্পর্কে বক্তৃতা পেশ করবেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাসুদ আজারবাইজানী।
নয়া দিল্লিস্থ ইরানী কালচারাল সেন্টারের প্রতিবেদন অনুযায়ী হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আব্বাস ফাসানন্দিদা এবং হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাসুদ আজারবাইজানী দক্ষ মনস্তাত্ত্বিক। ৭ম এবং ৮ম নভেম্বর দেড় ঘণ্টা করে আগ্রহী ব্যক্তিমণ্ডলী সরাসরি অথবা টেলিফোনে তাদের নিকট থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ গ্রহণ করতে পারবেন।
iqna

 

captcha