IQNA

কুরআনের সতর্কবাণী কেন কাফিরদের উপর কোন প্রভাব ফেলে না?

20:44 - November 09, 2018
সংবাদ: 2607170
মানুষের জন্য হেদয়ায়েত ও দিকনির্দেশনার জন্য যে কিতাব নাযিল হয়েছে সেটি হচ্ছে পবিত্র কুরআন। আমরা যদি এ কিতাবের আদেশাবলী মেনে চলি, তাহলে আমরা দুনিয়া ও পরকালে সফলতা অর্জন করতে পারব। পক্ষান্তরে যারা কুরআনকে উপেক্ষা করবে পরকালে তাদের জন্য কঠিন ও বেদনাদায়ক শাস্তি অপেক্ষা করছে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিখ্যাত মুফাসসের ও মনীষী হযরত আয়াতুল্লাহ মুহাম্মাদি রেই শাহরি পবিত্র কুরআনের এক তাফসির অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন: আল্লাহ তায়ালা সূরা বাকারার ৬ ও ৭ নং আয়াতে তার প্রিয় রাসূলকে (সা.) উদ্দেশ্য করে বলেছেন: নিশ্চয় যারা কাফির বা অবিশ্বাস করেছে তাদের (হে রাসূল!) তুমি সতর্ক কর আর না কর, তাদের জন্য উভয়ই সমান; তারা বিশ্বাস করবে না। (৭) আল্লাহ তাদের হৃদয়সমূহ ও কর্ণসমূহের ওপর মোহর অংকিত করে দিয়েছেন (ফলে তারা বিশ্বাস করবে না) এবং তাদের চক্ষুসমূহের ওপর আবরণ রয়েছে, আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি। এ আয়াতের মাধ্যমে সহজেই বুঝা যায় যে, কাফির ও মুশরিকরা আল্লাহর নাফরমানি ও অবাধ্যতার কারণে হেদয়ায়েত পাওয়ার অযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে। আর এ কারণে কুরআনের হুশিয়ারি ও সতর্ক তাদের উপর কোন প্রভাব ফেলে না। আর পরকালে এ ধরনের লোকদের ঠিকানা হবে জাহান্নাম।

তিনি বলেন: পবিত্র কুরআনের ভাষায় মানুষ হল দু’ধরনের যথা যারা কুরআনের উপদেশ গ্রহণ করে তারা হল মু’মিন আর যারা কুরআনের উপদেশ উপেক্ষা করে তারা হল কাফির ও মুনাফেক।

 

captcha