IQNA

কাবার পর্দা চোরাচালানের ব্যর্থ প্রচেষ্টা + ছবি

23:32 - November 09, 2018
সংবাদ: 2607174
আন্তর্জাতিক ডেস্ক: এক ব্যক্তি চোরাই পথে মিশর থেকে মরক্কোয় পবিত্র কাবা ঘরের পর্দার চারটি অংশ পাঠতে চেয়েছিল। কিন্তু মিশরের কাস্টমসের অভিযানে অবৈধ ব্যবসায়ীর চেষ্টা ব্যর্থ হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: একজন ব্যক্তি মিশরের দামিয়েত্তা বন্দর থেকে চোরায় পথে পবিত্র কাবা ঘরের পর্দার চারটি অংশ মরক্কোয় পাঠানোর চেষ্টা করেছিল। কিন্তু কাস্টমস বাহিনী এই অমূল্য সম্পদকে জব্দ করেছে।
ইসলামিক যুগের শিল্পসমূহের বিশেষজ্ঞ কমিটি ঘোষণা করেছে: এক্সরে ডিভাইস দিয়ে একটি কন্টেইনার পর্যবেক্ষণ করার পর বোঝা যায় যে, ঐ কন্টেইনারে পবিত্র কাবা ঘরের পর্দার চারটি অংশ রয়েছে।
আল্লাহর ঘরের পর্দার এই চারটি অংশে ধাতব সূতা দিয়ে সেলাই করা হয়েছে এবং বিভিন্ন আকারে পবিত্র কুরআনের আয়াত লেখর রয়েছে।
এছাড়াও এই কন্টিইনার থেকে বিভিন্ন ধরণের কাঠের আসবাবপত্র, ঝাড়বাতি, মার্বেল পাথর এবং কুরআনের আয়াত দিয়ে সজ্জিত সিরামিক উদ্ধার করা হয়েছে।
iqna

কাবার পর্দা চোরাচালানের ব্যর্থ প্রচেষ্টা + ছবিকাবার পর্দা চোরাচালানের ব্যর্থ প্রচেষ্টা + ছবিকাবার পর্দা চোরাচালানের ব্যর্থ প্রচেষ্টা + ছবিকাবার পর্দা চোরাচালানের ব্যর্থ প্রচেষ্টা + ছবি

captcha