IQNA

স্কুল ছাত্রীদের হিজাব ব্যবহারের পক্ষে রায় দিল থাইল্যান্ডের আদালত

23:54 - November 09, 2018
সংবাদ: 2607176
আন্তর্জাতিক ডেস্ক: নারী-পুরুষদের জন্য পর্দা করা ফরজ। সে আলোকে মুসলমান মেয়েরা স্কুল জীবন থেকে হিজাব পরিধান করে পর্দা শুরু করে। থাইল্যান্ডের সানগ্লা প্রদেশের একটি স্কুল মুসলিম মেয়ে শিক্ষার্থীদের হিজাব পরিধানে নিষেধাজ্ঞা জারি করে।

বার্তা সংস্থা ইকনা: মুসলিম অভিভাবকরা দক্ষিণ থাইল্যান্ডের সানগ্লা প্রাদেশিক আদালতে অনুবান পাট্টানি স্কুলে মুসলিম মেয়েদের হিজাব পরিধানের অনুমতি চেয়ে আবেদন করে। আদালত মুসলিম অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে সেই স্কুলের মেয়েদের হিজাব পরিধানের অনুমতি প্রদান করে।

গত ২৯ অক্টোবর ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পোশাক পরিধানের অধিকার রক্ষায় ২০ মেয়ে শিক্ষার্থীর বাবা আদালতে স্কুলের নিষেধাজ্ঞার ওপর অভিযোগ প্রদান করে।

মেয়ে শিক্ষার্থীদের বাবা-মা বলেন, তাদের মেয়েদেরকে হিজাব পরিধানের কারণে শাস্তি দেয়া হয়েছে। আর এর প্রতিবাদে তারা আদালেতে এ বিষয়ে অভিযোগ করলে, আদালত হিজাবের পক্ষে রায় দেয়।
iqna

 

captcha