IQNA

একদিন বিরতির পর নারীদের জন্য আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা পুনরায় শুরু

23:46 - November 10, 2018
সংবাদ: 2607183
আন্তর্জাতিক ডেস্ক: দুবাইয়ে নারীদের জন্য তৃতীয় বর্ষ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান একদিন বিরতির পর সংস্কৃতি ও বিজ্ঞান সামাজিক ক্লাবের মিলনায়তনে পুনরায় শুরু হয়েছে।

একদিন বিরতির পর দুবাইয়ে নারীদের জন্য আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরুবার্তা সংস্থা ইকনা: "শেইখা ফাতেমা বিনতে মুবারাকা" শিরোনামে অনুষ্ঠিতব্য তৃতীয় বর্ষ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ষষ্ঠ দিনের প্রতিযোগিতা আজ (১০মে নভেম্বর) দুবাইয়ের সংস্কৃতি ও বিজ্ঞান সামাজিক ক্লাবের মিলনায়তনে পুনরায় শুরু হয়েছে।
একদিন বিরতির পর দুবাইয়ের গভর্নরের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা এবং দুবাই আন্তর্জাতিক কুরআন অ্যাওয়ার্ড প্রতিযোগিতার আয়োজক কমিটির প্রধান "ইব্রাহীম মুহাম্মাদ বুমালহা"র উপস্থিতিতে আজ পুনরায় শুরু হয়েছে।
ষষ্ঠ দিনের প্রতিযোগিতার তিউনিসিয়ার হাদিল বিনতে ফাতহী বিন জামায়াত, তানজানিয়ার আশুরা আমান লালাঙ্গা, ফিনল্যান্ডের যায়নাব আদাম, কুয়েতের নাদিয়া জাসেম আলী হুসাইন আহমাদ মুহাম্মাদ আল-কান্দারী, রুয়ান্ডার রহমাত নাশমু এবং মালি প্রজাতন্ত্রের ওসানাতো বাম্মা একে অপের সাথে প্রতিযোগিতা করেছেন।
উক্ত কুরআন প্রতিযোগিতা "শেইখা ফাতেমা বিনতে মুবারাকা" শিরোনামে অনুষ্ঠিত হচ্ছে। ৪র্থ নভেম্বর প্রতিযোগিতার সূচনা হয় এবং একাধারে ১৬ই নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি হিসেবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন "জাহরা খালিলি ছামারিন"।
iqna

 

captcha