IQNA

নারীদের জন্য তৃতীয়বর্ষ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সপ্তম দিনে ইরানী প্রতিনিধির অংশগ্রহণ

22:04 - November 11, 2018
সংবাদ: 2607192
আন্তর্জাতিক ডেস্ক: "শেইখা ফাতেমা বিনতে মুবারাকা" শিরোনামে অনুষ্ঠিতব্য তৃতীয় বর্ষ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সপ্তম দিনের প্রতিযোগিতা আজ (১০মে নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। আজকের প্রতিযোগিতায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।

বার্তা সংস্থা ইকনা: পাঁচ দেশেরে প্রতিনিধির সাথে ইরানের প্রতিনিধি "জাহরা খালিলি ছামারিন" আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। আজকের প্রতিযোগিতায় ইরানের জাহরা খালিলি ছামারিন, মরক্কোর সাকিনা আল-মগাজী, আফগানিস্তানের আব্দুর রাহিম ক্বাজী, ইন্দোনেশিয়ার ইস্তেকামাত সালিমীন রানা, সেনেগালের মিমুনাত লু এবং গিনির আয়েশা কুমারা অংশগ্রহণ করেছেন।
দুবাই আন্তর্জাতিক কুরআন অ্যাওয়ার্ড ইন্সটিটিউটের পক্ষ থেকে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা দুবাইয়ের সংস্কৃতি ও বিজ্ঞান সামাজিক ক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে।
উক্ত কুরআন প্রতিযোগিতা "শেইখা ফাতেমা বিনতে মুবারাকা" শিরোনামে বিশ্বের ৬৩টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে। ৪র্থ নভেম্বর প্রতিযোগিতার সূচনা হয় এবং একাধারে ১৬ই নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। প্রতিযোগিতার অনুষ্ঠান চলাকালীন সময়ের মধ্যে শুক্রবার (৯ম নভেম্বর) বন্ধ থাকার পর পুনরায় শনিবার থেকে অনুষ্ঠিত হয়েছে।
iqna

 

captcha