IQNA

জর্ডানের "সীমান্ত ছাড়া বিশ্বাসী" ইন্সটিটিউটের মহাসচিবকে অপহরণ করেছে দুর্বৃত্তরা

23:18 - November 11, 2018
সংবাদ: 2607195
আন্তর্জাতিক ডেস্ক: জর্ডানের পাবলিক সিকিউরিটি ব্যুরো এক বিবৃতিতে ঘোষণা করেছে, "সীমান্ত ছাড়া বিশ্বাসী" ইন্সটিটিউটের মহাসচিব ইউসুফ ক্বান্দিলকে দুর্বৃত্তরা অপহরণ করেছে।

বার্তা সংস্থা ইকনা: জর্ডানের পাবলিক সিকিউরিটি ব্যুরোর একটি সূত্র ঘোষণা করেছে, জর্ডানের তারিক শহরের "Believers Without Borders" (সীমান্ত ছাড়া বিশ্বাসী) ইন্সটিটিউটের মহাসচিব ইউসুফ ক্বান্দিলকে দুর্বৃত্তরা অপহরণ করেছে। তার গাড়ি এই অঞ্চলে পাওয়া গেছে।

তার ভাই আদেল ক্বান্দিল বলেন: ইউসুফের গাড়ী অস্বাভাবিক অবস্থা পাওয়া গেছে। গাড়ীর ইঞ্জিন চালু ছিল, দরজা খোলা ছিল এবং আলো জ্বলছিল।

তিনি আরও বলেন: আমার ভাই বলেছে,গত সপ্তাহে দুর্বৃত্তরা তাকে হত্যার হুমকি দিয়েছে। অপহরণের সাথে মুসলিম ব্রাদারহুড যুক্ত রয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।

উল্লেখ্যে, সীমান্ত ছাড়া বিশ্বাসী" ইন্সটিটিউটটি একটি গবেষণামূলক ইন্সটিটিউট। এটি ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই ইন্সটিটিউটের সদর দপ্তর মরক্কোর রবার্ট শহরে অবস্থিত। বেশ কয়েকটি আরব দেশে এই ইন্সটিটিউটের শাখা রয়েছে।

iqna

 

captcha