IQNA

"সীমান্ত ছাড়া বিশ্বাসী" ইন্সটিটিউটের মহাসচিবকে অপহরণ করে পবিত্র কুরআনের অপব্যবহার করেছে দুর্বৃত্তরা

23:26 - November 12, 2018
সংবাদ: 2607208
আন্তর্জাতিক ডেস্ক: জর্ডানের নিরাপত্তা বাহিনী অপহৃত "সীমান্ত ছাড়া বিশ্বাসী" ইন্সটিটিউটের মহাসচিবের সন্ধান পাওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে পবিত্র কুরআনকে দেখতে পায়, যা তার মাথায় একটি বিস্ফোরক দ্রব্য হিসেবে বেধে দেয়া হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: জর্ডানের "Believers Without Borders" (সীমান্ত ছাড়া বিশ্বাসী) ইন্সটিটিউটের মহাসচিব ইউসুফ ক্বান্দিল বলেন: সীমান্ত ছাড়া বিশ্বাসী" ইন্সটিটিউটের পক্ষ থেকে জর্ডানের রাজধানী আম্মানে একটি সেমিনার হওয়ার কথা রয়েছে। এই সেমিনারকে কেন্দ্র করে দুর্বৃত্তরা আমাকে অপহরণ করেছে।
তিনি বলেন: বাড়ী ফেরার সময় আম্মান শহরের আবু আলিয়া এলাকায় মুখোশধারী এক ব্যক্তি অস্ত্র হাতে নিয়ে আমার গাড়ি সামনে এসে দাড়িয়ে আমাকে "আইন গজল" এলাকায় তুলে নিয়ে যায়।
ইউসুফ ক্বান্দিল আরও বলেন: অপহরণকারীরা আমার সকল পোশাক খুলতে বাধ্য করে এবং আমার হাত-পা বেধে ফেলে। এছাড়াও আমার মুখে টেপ লাগিয়ে দেয়, যাতে আমি চিৎকার না করতে পারি। এরপর অপহরণকারীদের সহযোগীরা যারা তাদের সাহায্য করেছিল, আমার পিছনে কিছু লিখে তা আগুন ধরিয়ে দেয়। এভাবে কয়েক ঘণ্টা চলতে থাকে। তারপর তারা আমার আঙ্গুল ভাঙ্গে এবং আমার জিহ্বা পুড়িয়ে দেয়।
তিনি বলেন: আমাকে ছেড়ে যাওয়ার আগে অপহরণকারীরা আমার মাথায় অজানা একটি বস্তু টেপ দিয়ে বাধে। বাধার পর তারা বলে: এটি একটি বিস্ফোরক দ্রব্য। যদি একটি আলাদা করতে চাও তাহলে বিস্ফোরণ ঘটবে।
প্রতিবেদন অনুযায়ী, যখন নিরাপত্তা বাহিনী ১০ম নভেম্বর ইউসুফ ক্বান্দিলকে উদ্ধার করে, তখন তার মাথায় একটি অজানা বস্তু বাধা ছিল। পরবর্তীদের সাবধানতা অবলম্বন করে বস্তুটি খুলে দেখা যায় যে, সেটি একটি পবিত্র কুরআনের পাণ্ডুলিপি।
জর্ডানের অপরাধ তদন্ত কমিটির একটি সূত্র জানিয়েছে, যখন ইউসুফ ক্বান্দিলকে উদ্ধার করা হয় তার অবস্থা শোচনীয় ছিল। ফলে তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়। অপহরণকারীদের খুঁজে বের করার জন্য তদন্ত এখনও অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, জর্ডানের "সীমান্ত ছাড়া বিশ্বাসী" ইন্সটিটিউটের মহাসচিব ইউসুফ ক্বান্দিলকে দুর্বৃত্তরা ৯ম নভেম্বর আম্মান থেকে অপহরণ করে এবং শনিবার সকালে নিরাপত্তা বাহিনী তাকে উদ্ধার করে।

সীমান্ত ছাড়া বিশ্বাসী" ইন্সটিটিউটটি একটি গবেষণামূলক ইন্সটিটিউট। এটি ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই ইন্সটিটিউটের সদর দপ্তর মরক্কোর রবার্ট শহরে অবস্থিত। বেশ কয়েকটি আরব দেশে এই ইন্সটিটিউটের শাখা রয়েছে।
iqna

 

captcha