IQNA

দুবাই নারীদের জন্য তৃতীয়বর্ষ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার শেষে দিনে পাঁচ প্রতিযোগীর অংশগ্রহণ

23:56 - November 13, 2018
সংবাদ: 2607219
আন্তর্জাতিক ডেস্ক: "শেইখা ফাতেমা বিনতে মুবারাকা" শিরোনামে অনুষ্ঠিতব্য তৃতীয় বর্ষ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার শেষের দিনে পাঁচ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন।

বার্তা সংস্থা ইকনা: দুবাই নারীদের জন্য তৃতীয়বর্ষ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার শেষে দিনে (১৩ই নভেম্বর) চাদ, সংযুক্ত আরব আমিরাত, ব্রুনেই, তাজিকিস্তান, এবং টোগোর প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।

গতকাল (১২ই নভেম্বর) প্রতিযোগিতায় ৬টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। গতকাল লিবিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, গিনি বিসাউ এবং আলবেনিয়া প্রতিযোগীগণ একে অপরের সাথে প্রতিযোগিতা করেছেন। এই প্রতিযোগিতার অনুষ্ঠানে দুবাইয়ের গভর্নরের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা এবং দুবাই আন্তর্জাতিক কুরআন অ্যাওয়ার্ড প্রতিযোগিতার আয়োজক কমিটির প্রধান "ইব্রাহীম মুহাম্মাদ বুমালহা" এবং এই কমিটির ভাইস চেয়ারম্যান সায়িদ হারেব উপস্থিতি ছিলেন।

দুবাই নারীদের জন্য তৃতীয়বর্ষ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান শুক্রবার (১৬ই নভেম্বর) অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণ ১০ জন প্রতিযোগীর মাঝে মূল্যবান পুরস্কার প্রদান করা হবে।
উল্লেখ্য, উক্ত কুরআন প্রতিযোগিতা "শেইখা ফাতেমা বিনতে মুবারাকা" শিরোনামে অনুষ্ঠিত হচ্ছে। ৪র্থ নভেম্বর প্রতিযোগিতার সূচনা হয়েছে এবং একাধারে ১৬ই নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি হিসেবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন "জাহরা খালিলি ছামারিন"।

iqna

 

captcha