IQNA

ইস্তাম্বুলে কনস্যুলেট স্থানান্তরের চেষ্টায় সৌদি আরব

19:36 - November 14, 2018
সংবাদ: 2607226
আন্তর্জাতিক ডেস্ক: সাংবাদিক জামাল খাশোগির হত্যা পর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট স্থানান্তরের চেষ্টা করছে সৌদি আরব।

বার্তা সংস্থা ইকনা: তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, সৌদি আরবের সরকার বিরোধী সাংবাদিক জামাল খাশোগির হত্যার পর ইস্তাম্বুল থেকে তাদের কনস্যুলেট সরানোর জন্য ইচ্ছা প্রকাশ করেছে।
গতকাল অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন:
সৌদি কর্তৃপক্ষের ইস্তাম্বুলে থেকে সৌদি কনস্যুলেট স্থানান্তরের ইচ্ছা রয়েছে। তবে কনস্যুলেট হস্তান্তর করার জন্য তারা এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কোন দরখাস্ত করেনি।
উল্লেখ্য, সৌদি সাংবাদিক জামাল খাসোগি ২য় অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশ করেন। তবে সেখান থেকে তিনি আর বের হননি। সৌদি সরকার ২০শে অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সংঘর্ষেরে ফলে তিনি নিহত হয়েছেন বলে দায় স্বীকার করেছে।
iqna

 

captcha