IQNA

কুয়েত থেকে ইসরাইলি কর্মী বহিষ্কার

20:29 - November 17, 2018
সংবাদ: 2607250
আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতি নিরাপত্তা সংস্থা ইসরাইলের সক্রিয় কর্মী ও ব্লগার 'বিন টিজিয়ন চেডেনভস্কি'কে সেদেশে প্রবেশের ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে বহিষ্কার করেছে।

বার্তা সংস্থা ইকনা: কুয়েতের ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে উপস্থিত হওয়ার প্রয়াসে 'বিন টিজিয়ন চেডেনভস্কি' ১৫ই নভেম্বর আমেরিকান পাসপোর্টের মাধ্যমে কুয়েতে প্রবেশ করেছে। কুয়েতের সংসদ সদস্য ও কর্মীদের তীব্র প্রতিবাদের ফলে তাকে সেদেশ থেকে বহিষ্কার করা হয়েছে।
ইসরাইলি এই নাগরিক কুয়েতে অবস্থানকালে তার ছবি তুলে সামাজিক নেটওয়ার্কে আপলোড করে বলেছে যে, সে এখন কুয়েতে অবস্থান করছে। এই প্রতিবাদে কুয়েতের সংসদ সদস্য ও কর্মীরা তীব্র সমালোচনা করে। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে কুয়েতের নিরাপত্তা বাহিনী বিন টিজিয়নকে সেদেশের থেকে বহিষ্কার করে। ইসরাইলের ব্লগার বিন টিজিয়ন চেডেনভস্কি সামাজিক নেটওয়ার্কে মসজিদুন নববীতে (সা.) তার ছবি আপলোড করার পর সামাজিক নেটওয়ার্ক ব্যবহারকারীরা ক্ষিপ্ত হয়ে তীব্র সমালোচনা করে।
iqna

 

captcha