IQNA

জাফরান দিয়ে কুরআন লিখলেন ইরাকের এক নারী

20:52 - November 17, 2018
সংবাদ: 2607251
আন্তর্জাতিক ডেস্ক: কুরআনের হাফেজ উম্মে বিলাল জাফরানের রং দিয়ে পবিত্র কুরআনের সাত খণ্ড পাণ্ডুলিপি লিখেছেন।

বার্তা সংস্থা ইকনা: ইরাকের বৃদ্ধা মহিলা এবং সম্পূর্ণ কুরআনের হাফেজ সেদেশর বাসরায় জীবন যাপন করেন।
এ পর্যন্ত তিনি বিভিন্ন ধরণের কুরআনিক কার্যক্রম করেছেন। কুরআন তিলাওয়াত প্রশিক্ষণ, কুরআন হেফজ প্রশিক্ষণ নারীদের মধ্যে কুরআন সংস্কৃতি প্রকাশনাসহ বিভিন্ন ধরণের কুরআনিক কার্যক্রম করেছেন।
ইরাকের এই বয়স্ক ভদ্রমহিলার অপর একটি গুন হচ্ছে জাফরানের রং দিয়ে পবিত্র কুরআন লেখ।
উম্মেল বিলাল এ ব্যাপারে বলেন: "আমি পবিত্র কুরআনের সকল আয়াত নিজে হাতে লেখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই কাজটি ধীরে ধীরে শুরু করি এবং উসমান তাহা'র পাণ্ডুলিপির অনুযায়ী আমি কুরআন লেখা শুরু করি।"
তিনি বলেন: কুয়েত, সৌদি আরব, সিরিয়া, মার্কিন এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে ভ্রমণকালে আমি আমার এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছি এবং জাফরানের রং দিয়ে পবিত্র কুরআন লেখার জন্য বেশ কয়েকজন নারীকে সাহায্য করেছি।
ইরাকের বাসরা শহরের নিবাসী উম্মে বিলালের ছেলে শেখ সাহিব আল-আমের বলেন: আমার শ্রদ্ধেয় মা তার পরিবারের বরকতে কুরআন হেফজ করেছেন। এ পর্যন্ত তিনি পবিত্র কুরআনের সাত খণ্ড পাণ্ডুলিপি জাফরানের রং দিয়ে লিখেছেন।
তিনি আরও বলেন: আমার মা কুরআনের সেবায় তার দিনকে অতিবাহিত করেন। তিনি প্রতিদিন সকালে কুরআন লেখার জন্য ঘুম থেকে উঠেন। কুরআন লেখার পর শিক্ষার্থীদের কুরআন হেফজ করানোর জন্য কুরআনিক ইন্সটিটিউশনে যায়। রাতের একটা অংশে কুরআনের কোর্সের কিছু অধ্যায় হোয়াটসঅ্যাপে মেসেজ করেন।
iqna

 

captcha