IQNA

মুসলমানদের কবর অবমাননার নিন্দা জানিয়েছে জার্মানি শিয়া ফেডারেশন

23:42 - November 17, 2018
সংবাদ: 2607252
আন্তর্জাতিক ডেস্ক: ইসলাম বিদ্বেষী একটি দল জার্মানের নর্দদেম শহরে মুসলমানদের কবরস্থানের অবমাননা করেছে। এই অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে সেদেশে শিয়া ফেডারেশন।

বার্তা সংস্থা ইকনা: নর্দদেম শহরে মুসলমানদের কবরস্থানের অবমাননার প্রতিবাদ জানিয়ে জার্মানি শিয়া ফেড়ারেশন এক বিবৃতি প্রদানের মাধ্যমে তীব্র নিন্দা জানিয়েছে।
এই বিবৃতিটি জার্মানে ইরানের কালচারাল অ্যাটাশে টেলিগ্রাম চ্যানেল প্রকাশ পেয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে: "ইদানীং জার্মানের সমাজে ইসলাম বিদ্বেষী কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। আর আজ আমরা এসকল কার্যক্রমের সম্মুখে অবস্থান করছি। দুর্ভাগ্যবশত, কিছু মিডিয়া এবং রাজনীতিবিদগণ ইসলাম বিদ্বেষীদের সমর্থন করছে। এটা অনেক হতাশাজনক যে, ইহুদীদের বিরুদ্ধে নাৎসি অপরাধের ৮০তম বার্ষিকী উপলক্ষে এই ঘটনা ঘটেছে।
জার্মানি শিয়া ফেডারেশন মুসলমানদের কবরস্থান অবমাননার ঘটনাকে তীব্র ভাবে নিন্দা জানিয়েছে এবং এই অপকর্মের সাথে জড়িতদের দ্রুত সনাক্ত ও গ্রেফতার করে এসকল অপরাধীদের বিচারের আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, ইসলাম বিদ্বেষীরা জার্মানে বিভিন্ন সময়ে বিভিন্ন পন্থা তাদরে কার্যক্রম অব্যাহত রেখেছে। ইসলাম বিদ্বেষীদের সর্বশেষ ঘটনাটি যেটি ঘটেছে সেটি হচ্ছে মুসলমানদের কবরগুলোর পাথরের উপরে ভাঙ্গা ক্রস একে ইসলাম বিদ্বেষী উক্তি লেখ।
iqna

 

captcha