IQNA

ইমাম মাহদীর (আ.) কিভাবে মু’মিনদের আপ্যায়ন করবেন

23:56 - November 17, 2018
সংবাদ: 2607258
শুক্রবারের যিয়ারাতে আমরা বলি, «وَ أَنَا يَا مَوْلايَ فِيهِ ضَيْفُكَ وَ جَارُكَ؛ হে মাওলা! আমি আজ আপনার মেহমান আপনি আমাদেরকে আশ্রয় দান করুন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: দাওয়াতের অনেক বড় গুরুত্ব ও ফজিলত রয়েছে। মহানবী(সা.) বলেছেন: যে মেহমান দাওয়াত করে না তার মধ্যে কোন কল্যাণ নেই। তিনি আরও বলেছেন: কোন মেহমান কোথাও প্রবেশ করলে সে সাথে কের রুজি নিয়ে আসে।

তিনি আরও বলেছেন: যখন আল্লাহ কারও কল্যাণ চান তখন তার জন্য হাদিয়া পাঠন। প্রশ্ন করা হল, হাদিয়াটা কি। তিনি বললেন: হাদিয়াটা হচ্ছে মেহমান যে, রুজি সাথে করে নিয়ে আসে আর বালামুসিবত দূর করে দেয়।

হাদিসে আরও বলা হয়েছে, যে ঘরে মেহমান আসে না সেখানে ফেরেশতারাও আসে না।

সুরা নূরের ৩৫নং আয়াতে মহান আল্লাহ বলেছেন, اللَّهُ نُورُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ مَثَلُ نُورِهِ كَمِشْكَاةٍ فِيهَا مِصْبَاحٌ الْمِصْبَاحُ فِي زُجَاجَةٍ الزُّجَاجَةُ كَأَنَّهَا كَوْكَبٌ دُرِّيٌّ يُوقَدُ مِنْ شَجَرَةٍ مُبَارَكَةٍ زَيْتُونَةٍ لَا شَرْقِيَّةٍ وَلَا غَرْبِيَّةٍ يَكَادُ زَيْتُهَا يُضِيءُ وَلَوْ لَمْ تَمْسَسْهُ نَارٌ نُورٌ عَلَى نُورٍ يَهْدِي اللَّهُ لِنُورِهِ مَنْ يَشَاءُ وَيَضْرِبُ اللَّهُ الْأَمْثَالَ لِلنَّاسِ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ

আল্লাহ হলেন আসমান ও জমিনের নূর। তাঁর নূরের উদাহরণ এমন এক দ্যুতিময় চেরাগের পাত্রের মতো, যে চেরাগটি তাকের মধ্যে একটি কাঁচের চিমনির ভেতর স্থাপিত, কাঁচপাত্রটি দেখতে উজ্জ্বল নক্ষত্রের মতো। এই প্রদীপ বরকতপূর্ণ এমন জয়তুন গাছের পরিশুদ্ধ ও স্বচ্ছ তেলের সাহায্যে জ্বলে যে গাছটি পূর্ব দিকেরও নয়, পশ্চিম দিকেরও নয়, আগুনের ছোঁয়া ছাড়াই যে তেলকে উজ্জ্বল আলোকিত মনে হয়। নূরের উপর নূর। আল্লাহ যাকে ইচ্ছা তাঁর নূরের পথে হেদায়েত করেন। আল্লাহ মানুষের জন্যে দৃষ্টান্তসমূহ বর্ণনা করেন এবং আল্লাহ সব বিষয়ে জ্ঞাত।

captcha