IQNA

দায়েশ নিধনের পরে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানাচ্ছি; ইরাক

21:51 - November 18, 2018
সংবাদ: 2607262
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকী সংসদের প্রেসিডিয়াম সদস্য "বশির হাদ্দাদ" দায়েশ নিধনের পরে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিকটে সহায়তার আহ্বান জানিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: ইরাকী সংসদের প্রেসিডিয়াম সদস্য বশির হাদ্দাদ আন্তর্জাতিক সম্প্রদায়ের নিকটে দায়েশ নিধনের পরে এই দেশের অর্থনৈতিক, নিরাপত্তা, পুনর্গঠন এবং অবকাঠামো গঠনের ক্ষেত্রে সহায়তা প্রদানের জন্য আহ্বান জানিয়েছেন।
ন্যাটো সদস্য রাষ্ট্রসমূহের অংশগ্রহণে কানাডায় ৬৪ম সংসদীয় অধিবেশনে বশির হাদ্দাদ বলেন: ইরাক সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায়। আমরা সন্ত্রাসবাদের মোকাবেলা করতে চাই।
তিনি আরও বলেন: ইরাকি সংসদ ও সরকার দেশকে স্থিতিশীল করার জন্য একত্রে কাজ করছে। দায়েশ নিধনের পরে ইরাকের আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার প্রয়োজন রয়েছে।
iqna

 

captcha