IQNA

সৌদি চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে ১৬টি দেশে পবিত্র কুরআনের ৫ লাখ পাণ্ডুলিপি বিতরণ

16:54 - November 19, 2018
সংবাদ: 2607277
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের "সালেহ আব্দুল আজিজ আর-রাজেহী" চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে ১৬টি দেশে পবিত্র কুরআনের ৫ লাখ পাণ্ডুলিপি বিতরণ করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: "সালেহ আব্দুল আজিজ আর-রাজেহী" চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে ১৬টি দেশে পবিত্র কুরআনের ৫ লাখ পাণ্ডুলিপি বিতরণ করা হয়েছে।

উক্ত ফাউন্ডেশনের কুরআন বিতরণ পরিকল্পনার মাধ্যমে এসকল পাণ্ডুলিপি বিতরণ করা হয়েছে।

"সালেহ আব্দুল আজিজ আর-রাজেহী" চ্যারিটি ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম আর-রাজেহী বলেন: বর্তমানে কুরআনের যোগাযোগ সরঞ্জাম ও সফ্টওয়্যারের বিকাশ সত্ত্বেও বিশ্বের অনেক দেশের জনগণের নিকটে এখনও পবিত্র কুরআনের এসকল সফ্টওয়্যার এবং প্রোগ্রাম পৌঁছায়নি। অথবা অনেকই পবিত্র কুরআন মোবাইল অথবা কম্পিউটারে পড়তে স্বচ্ছন্দ বোধ করেন না। বরং তারা কুরআনকে কাগজের পাণ্ডুলিপিতে পড়তে পছন্দ করেন। কারণ তারা বিশ্বাস করেন এর মাধ্যমে শান্তি ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়।

তিনি বলেন: পবিত্র কুরআনের এসকল পাণ্ডুলিপি ইন্দোনেশিয়া, ফিলিপাইন, জিবুতি, মালয়েশিয়া, শ্রীলংকা, সেনেগাল, তানজানিয়া, মালি, আইভরি কোস্ট, মরক্কো, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, পাকিস্তান, বসনিয়া ও হার্জেগোভিনা, সুদান এবং গিনিতে বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, বিগত চার বছর পূর্বে "সালেহ আব্দুল আজিজ আর-রাজেহী" চ্যারিটি ইনস্টিটিউটের পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র কুরআনের ২০ লাখ পাণ্ডুলিপি বিতরণ করা হয়েছে।

iqna

 

captcha