IQNA

আমেরিকান লেখিকা:

ইহুদিদের পরিত্রাতা দিয়েছে ইসলাম

16:57 - November 21, 2018
সংবাদ: 2607292
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকান লেখিকা "সুসানাহ হেশেল"-এর একটি বই জার্মানে প্রকাশিত হয়েছে। এই বইটিতে তিনি উল্লেখ করেছেন: "এই ইসলাম ইহুদি জনগণকে রক্ষা করেছে"।

বার্তা সংস্থা ইকনা: এই বইটির নাম "ইসলাম ইহুদি"। জার্মানি ভাষায় লিখিত ১৫৩ পৃষ্ঠা বিশিষ্ট এই বইটি ২০১৮ সালে প্রকাশিত হয়েছে।
আমেরিকান লেখিকা সুসানাহ হেশেলকে (Susannah Heschel) এই বইটি লেখার জন্য জার্মানে অবস্থিত ইরানের কালচারাল অ্যাটাশে উৎসাহ প্রদান করেছেন। তিনি এই গ্রন্থে উল্লেখ করেন: "এই ইসলাম ইহুদি জনগণকে রক্ষা করেছে"। শ্লোমো দে গুয়াতিন ১৯৫৪ সালে ইহুদি ও মুসলমানদের সহানুভূতির দীর্ঘ ইতিহাস থেকে তার গবেষণামূলক ফলাফল প্রকাশ করেন। এই কাজের মাধ্যমে তিনি শুধুমাত্র এই দুই ধর্মের সাদৃশ্যকেই পর্যালোচনা করেননি; বরং তিনি ইসলাম ধর্মকে ইহুদিদের রক্ষাকর্তা হিসাবে তুলে ধরেছেন। এছাড়াও তিনি ইসলাম সম্পর্কে ইহুদি পণ্ডিতদের (যেমন আব্রাহাম গুগগার) যুক্তি উপস্থাপন করেছেন।
সুসানাহ হেসেলের "ইসলাম ইহুদি" বইটিতে এই বিষয়গুলি খতিয়ে দেখা হয়েছে। এই বইটিতে গবেষণা করা হয়েছে, ইসলাম ও ইহুদির পারস্পারিক আকর্ষণের ফলে ওরিয়েন্টালিজম সম্পর্কে আমাদের ধারণা কি পরিমাণ পরিবর্তন করতে পারে।

iqnanews

ইহুদিদের পরিত্রাতা দিয়েছে  ইসলাম

captcha