IQNA

ইরান এবং চীনের পর কাশ্মীরে উদারতার দেয়াল + ছবি

19:41 - December 07, 2018
সংবাদ: 2607472
আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও চীনের জনগণ তাদের অপ্রয়োজনীয় জিনিষপত্র অভাবী ও দরিদ্রদের ব্যবহার করার জন্য দেয়ালে টাঙ্গিয়ে রাখত। অভাবী ও দরিদ্রদের কথা চিন্তা করে কাশ্মীরের জনগণও এই প্রকল্প চালু করেছে।

ইরান এবং চীনের পর কাশ্মীরে উদারতার দেয়াল + ছবিবার্তা সংস্থা ইকনা: "উদারতার দেয়াল" প্রকল্পটি সর্বপ্রথম ইরান ও চীনে চালু হয়েছে। জনগণরা তাদের অপ্রয়োজনীয় ও উদ্বৃত্ত পণ্যসমূহ অভাবী ও দরিদ্রদের ব্যবহার করার জন্য এই দেয়ালে রাখেন। বর্তমানে ইরান ও চীনের পাশাপাশি কাশ্মীরের জনগণও "উদারতার দেয়াল" প্রকল্পটি চালু করেছে।
"হুসাইন কে?" আঞ্জুমানের পক্ষ থেকে এই প্রকল্পটি চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী জনগণ তাদের অপ্রয়োজনীয় ও উদ্বৃত্ত পণ্যসমূহ বিশেষ করে শীতের পোশাক অভাবীদের ব্যবহার করার জন্য দেয়ালে টাঙ্গিয়ে রাখবেন এবং যেসকল অভাবী ব্যক্তিদের প্রয়োজন তারা সেই দেয়াল থেকে পোশাকগুলো ব্যবহার করার জন্য নিয়ে যাবেন।
শীতকালে কাশ্মীরে প্রচুর শীত থাকে। এই কথা চিন্তা করে "হুসাইন কে" আঞ্জুমানের সদস্যরা কাশ্মীরের শ্রীনগরে এই প্রকল্পটি চালু করেছে।
iqna

captcha