IQNA

সৌদি দুই কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে তুরস্কের বিচার বিভাগ

0:09 - December 08, 2018
সংবাদ: 2607473
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের বিচার বিভাগ সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে সৌদি আরবের দুই জন কর্মকর্তাকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছে। সৌদি কর্মকর্তাদের নাম হচ্ছে সাউদ কাহতানী এবং আহমাদ আসিরী।

বার্তা সংস্থা ইকনা: তুরস্কের কর্মকর্তা ঘোষণা করেছে: ইস্তাম্বুলের অ্যাটর্নি জেনারেলের আহ্বানে তুরস্কের বিচার বিভাগ গতকাল (৬ষ্ঠ ডিসেম্বর) জামাল খাশোগির হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে আনুষ্ঠানিকভাবে সাউদ কাহতানী এবং আহমাদ আসিরীকে গ্রেফতারের ঘোষণা দিয়েছে।
তুর্কির এক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন: সৌদি আরবের কর্তৃপক্ষ সেদেশের রয়্যাল কোর্টের সাবেক উপদেষ্টা এবং বিন সালমানের ঘনিষ্ঠ কর্মকর্তা সাউদ কাহতানী এবং সাধারণ তথ্য কর্মকর্তার সাবেক উপদেষ্টা আহমাদ আসিরীর বিরুদ্ধে কোন আইনগত পদক্ষেপ গ্রহণ করেনি। শুধুমাত্র তাদেরকে তাকে পদ থেকে সাসপেন্ড করা হয়েছে। এজন্য ইস্তাম্বুলের অ্যাটর্নি জেনারেল সেদেশের বিচার বিভাগের নিকটে এই দুই ব্যক্তিকে গ্রেফতার করার জন্য আবেদন করে।
তুরস্কের এই কর্মকর্তা আরও বলেন: সাংবাদিক জামাল খাশোগির হত্যার সাথে জড়িতদের সৌদি কর্তৃপক্ষ তুরস্কের হাতে তুলে দিয়ে বিশ্বের উদ্বেগকে কমাতে পারে।
iqna

 

captcha