IQNA

আফগানিস্তানের হেরাত ভয়াবহ বিস্ফোরণ

23:05 - December 09, 2018
সংবাদ: 2607496
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের গুজরা এলাকার একটি রাস্তার পাশে বোমা বিস্ফোরণের ফলে তিন জন নিহত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: হেরাত প্রদেশের গভর্নরের মুখপাত্র জেইলানী ফারহাদ বলেছেন: ৬ষ্ঠ ডিসেম্বর সকালে হেরাত প্রদেশের গুজরা এলাকার একটি রাস্তার পাশে পূর্ব থেকে পুতে রাখা বোমা বিস্ফোরণের ফলে তিন জন নিহত হয়েছেন।
এখনও পর্যন্ত কোন ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায়ভার গ্রহণ করেনি। জেইলানী ফারহাদ এই হামলার জন্য সন্ত্রাসী গোষ্ঠী তালেবানকে দায়ী করেছেন।
এর পূর্বের হেরাত শহরের ব্যস্ততম এলাকা "চুক গোলহা"য় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই এলাকায় কঠোর নিরাপত্তা থাকা সত্ত্বেও সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।
জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, গত বছর আফগানিস্তানে প্রায় এক হাজার বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। এরমধ্যে অধিকাংশ ব্যক্তিই আত্মঘাতী হামলা, গাড়ি বোমা হামলা এবং রাস্তায় পুতে রাখা বোমা হামলায় নিহত হয়েছেন।
iqna

captcha