IQNA

জিম্বাবুয়ের মুসলমানদের মধ্যে দোয়ায়ে কুমাইল বিতরণ

15:15 - December 12, 2018
সংবাদ: 2607519
আন্তর্জাতিক ডেস্ক: জিম্বাবুয়ে অবস্থিত ইরানী কালচারাল অ্যাটাশের পক্ষ থেকে সেদেশের চভোনা ও মাতারা শহরের মুসলমানের মধ্যে শুনা ভাষায় (জিম্বাবুয়ের প্রচলিত ভাষা) অনুবাদকৃত দোয়ায়ে কুমাইলের বই বিতরণ করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: দোয়ায়ে কুমাইলের বইটি ইসলামী প্রজাতন্ত্র কালচারাল অ্যাটাশের পক্ষ থেকে এবং ইসলামী অনুবাদ ও প্রকাশনা কেন্দ্রের সমর্থন শুনা ভাষায় অনুবাদ ও প্রকাশ করা হয়েছে। এছাড়াও এই বইটি অনুবাদ করতে সহযোগিতা করেছে, ইসলামিক সংস্কৃতি ও যোগাযোগের মানবাধিকার সংগঠন, ফাতেমা জাহরা (সা. আ.) ইসলামী কলেজ। অনুবাদকৃত এই বইগুলো জিম্বাবুয়ের চভোনা ও মাতারা শহরের মুসলমানের মধ্যে বিতরণ করা হয়েছে।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অনুদিত এই বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে।

দোয়ায়ে কুমাইলের বইটি অনুবাদ করেছেন সেদেশের ধর্মীয় কর্মী এবং ফাতেমা জাহরা (সা. আ.) ইসলামী কলেজের প্রিন্সিপাল শেখ আব্দুল্লাহ মকিনেজ।

iqna

 

captcha