IQNA

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী;

তুরস্কে সিরিয়ার ৩৫ লাখ শরণার্থীকে আশ্রয় দেয়া হয়েছে

19:59 - December 13, 2018
সংবাদ: 2607532
আন্তর্জাতিক ডেস্ক: তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা এক বিবৃতিতে বলেছেন: তুরস্কে সিরিয়ার ৩৫ লাখের অধিক শরণার্থীকে আশ্রয় দেয়া হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সুইলু ঘোষণা করেছেন: তুরস্কে সিরিয়ার ৩৬,১১,৮৩৪ শরণার্থীকে আশ্রয় দেয়া হয়েছে।

মরক্কোয় অনুষ্ঠিত ইমিগ্রেশন আন্তর্জাতিক সম্মেলনে সোলাইমান সুইলু বলেন: তুরস্কের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সিরিয়ার ৯ লাখ ১৬ হাজারের অধিক শিশু এবং প্রাপ্তবয়স্করা পড়ালেখা করছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন: চলতি বছরের শুরু থেকে এপর্যন্ত তুর্কি নিরাপত্তা বাহিনী ও সীমান্ত রক্ষীরা ২,৫১,৭৯৪ জন অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করেছে, যা গত বছরের তুলনায় ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

iqna

 

captcha