IQNA

সুদানে কুরআনিক স্কুলে ২৪ বিলিয়ন পাউন্ড বরাদ্দ

17:11 - December 14, 2018
সংবাদ: 2607538
আন্তর্জাতিক ডেস্ক: সুদানের জাকাত আদালত সেদেশের কুরআনিক স্কুলসমূহে ২৪ বিলিয়ন পাউন্ড সহায়তা করবে।

বার্তা সংস্থা ইকনা: সুদানের জাকাত আদালত ঘোষণা করেছে, কুরআনিক স্কুলসমূহে ২৪ বিলিয়ন পাউন্ড সহায়তা করা হবে।
২৩৮১টি কুরআনিক স্কুল সুসজ্জিত করা এবং শিক্ষার্থীদের খাবার সরবরাহ করার জন্য ২৪ বিলিয়ন পাউন্ড বাজেট নির্ধারণ করা হয়েছে।
সুদানের জাকাত কোর্টের (প্রশাসন) মহাসচিব মুহাম্মদ আব্দুর রাজ্জাক মোখতার বলেন: বর্তমানে কুরআনিক স্কুলে ৩ লাখ শিক্ষার্থী শিক্ষারত অবস্থায় রয়েছে। এসকল শিক্ষার্থীদের খাদ্যদ্রব্য সরবরাহ করার প্রয়োজন রয়েছে।
তিনি বলেন: সুদানের জাকাত আদালত কৃষি এলাকায় অবস্থিত কুরআনিক স্কুলের জন্য কৃষি সরঞ্জাম এবং সহায়তা প্রদানের জন্য চেষ্টা করবে। যাতে করে এসকল স্কুলের কর্তৃপক্ষরা নিজ তত্ত্বাবধায়নে শিক্ষার্থীদের জন্য খাদ্য সংগ্রহ করতে পারে।

iqna

captcha