IQNA

রোহিঙ্গাদের জন্য ১৬০০ আশ্রয়স্থল এবং ২টি মসজিদ নির্মাণ করেছে তুরস্ক

20:38 - January 16, 2019
সংবাদ: 2607744
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ডেনিজ ফানারি (লাইটহাউস) কমিউনিটি রোহিঙ্গা শরণার্থীদের জন্য এপর্যন্ত কক্সবাজারে ১৬০০টি আশ্রয়স্থল এবং দুইটি মসজিদ নির্মাণ করেছে।

বার্তা সংস্থা ইকনা: তুরস্কের ডেনিজ ফানারি (লাইটহাউস) কমিউনিটির যোগাযোগ কর্মকর্তা হামিদ কুনাত এ ব্যাপারে বলেন: মিয়ানমারের উগ্র বৌদ্ধ এবং সেনাবাহিনীর পাশবিক হামলার হাত থেকে উদ্ধার পেতে সেদেশের আরাকান প্রদেশের রোহিঙ্গা মুসলমানেরা বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিয়েছে। বস্তুচ্যুত এসকল রোহিঙ্গা মুসলমানদের জন্য ১৬০০টি আশ্রয়স্থল নির্মাণ করা হয়েছে।

তিনি বলেন: এছাড়াও ২০টি পানির কূপ এবং দুইটি মসজিদও নির্মাণ করা হয়েছে। মিয়ানমারের আরাকানের রোহিঙ্গা মুসলমানদের উপর সেদেশের উগ্র বৌদ্ধ এবং সেনাবাহিনীর পাশবিক অত্যাচারের পর তারা বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয়। মজলুম রোহিঙ্গারা কক্সবাজারে আশ্রয় নেয়ার পর থেকেই আমাদের কমিউনিটি তাদের পাশে রয়েছে।

উল্লেখ্য, গত ২৫শে অক্টোবর মিয়ানমারের সেনারা আরাকানে বসবাসরত রোহিঙ্গা মুসলমানদের উপর গণহত্যা শুরু করে। এই হামলায় হাজার হাজার রোহিঙ্গা মুসলমান নিহত হয়। এসময় মিয়ানমারের সেনাবাহিনী এবং উগ্র বৌদ্ধরা প্রায় ২০০টি গ্রাম আগুন লাগিয়ে সম্পূর্ণরূপে ধ্বংস করে। জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো মিয়ানমারে রোহিঙ্গাদের উপর পাশবিক হামলার বিষয়টি "জাতিগত পরিচ্ছন্নতা" এবং "গণহত্যা" হিসাবে বিবেচনা করেছে।

iqna

 

captcha