IQNA

আলজেরিয়ায় ১০০০ বছরের কুরআন প্রদর্শনী

22:24 - January 16, 2019
সংবাদ: 2607749
আন্তর্জাতিক ডেস্ক: আলজেরিয়ার খানশালা শহরে পপিরাস কাগজে লেখা ১০০০ বছরের প্রাচীন পবিত্র কুরআনের একখণ্ড পাণ্ডুলিপি দর্শনার্থীদের দেখার জন্য প্রদর্শন করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: আলজেরিয়ার খানালা শহরের অদূরে আল-যাভিয়া গ্রামে "নুর" ফেস্টিভালে পপিরাস কাগজে লেখা ১০০০ বছরের প্রাচীন পবিত্র কুরআনের একখণ্ড পাণ্ডুলিপি দর্শনার্থীদের দেখার জন্য প্রদর্শন করা হয়েছে।
পবিত্র কুরআনের এই পাণ্ডুলিপিটি এই এলাকার একজন বিশিষ্ট ব্যক্তির। তিনি তার পূর্বপুরুষের নিকট হতে উত্তরাধিকারসূত্রে এটি পেয়েছেন।
iqna

 

captcha