IQNA

যাদের প্রতি আল্লাহ সালাম জ্ঞাপন করেছন

21:33 - January 18, 2019
সংবাদ: 2607754
মাহদাভিয়াত গবেষক হুজ্জাতুল ইসলাম আব্বাস রামাজান আলী যাদেহ যিয়ারতে আলে ইয়াসিনে সালামুন আলা আলে ইয়াসিন সম্পর্কে বলেন: এই যিয়ারতের প্রথমেই রাসূল(সা.)-এর আহলে বাইতের প্রতি সালাম দেয়া হয়েছে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মাহদাভিয়াত গবেষক হুজ্জাতুল ইসলাম আব্বাস রামাজান আলী যাদেহ বলেন: এই যিয়ারতের প্রথমেই রাসূল(সা.)-এর আহলে বাইতের প্রতি সালাম দেয়া হয়েছে।

পবিত্র কুরআনের দুই স্থানে রাসূলকে (সা.) ইয়াসীন বলা হয়েছে। প্রথম হচ্ছে সূরা ইয়াসীনের প্রথম আয়াত এবং দ্বিতীয় হচ্ছে সুরা সাফফাতের ১৩০ নং আয়াত যেখানে বলা হয়েছে। "سلام علی آل یاسین" সালামুন আলা আলে ইয়াসীন।

হুজ্জাতুল ইসলাম আব্বাস রামাজান আলী যাদেহ বলেন; ইমাম বাকির(আ.) থেকে বর্নিত হয়েছে তিনি বলেছেন: মহান আল্লাহ পবিত্র কোরআনে রাসূলকে(সা.) পাচটি নামে সম্বোধন করেছেন যথা: ১ মুহাম্মাদ, ২-আহমাদ, ৩-ইয়াসীন, ৪-নুন, ৫-তাহা।

ইমাম জাফর সাদিক(আ.) থেকেও বর্নিত হয়েছে: আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) সুরা সাফফাতের ১৩০ নং আয়াত তিলাওয়াত করে বলেন: ইয়াসীন হচ্ছেন মহানবী হযরত মুহাম্মাদ(সা.) এবং আমরা আলে মুহাম্মাদের(সা.) আহলে বাইত।

হুজ্জাতুল ইসলাম আব্বাস রামাজান আলী যাদেহ বলেন; মহান আল্লাহ পবিত্র কোরআনে শুধুমাত্র নবীদের উপর সালাম দিয়েছেন যেমন: সালামুন আলা নুহ, সালামুন আলা ইব্রাহিম। কিন্তু শুধুমাত্র রাসূল(সা.)-এর আহলে বাইত ছাড়া কোন নবীর আহলে বাইতের উপর সালাম দেন নি। আল্লাহ বলেছেন: سلام علی آل یاسین সালামুন আলা আলে ইয়াসীন।

 

captcha