IQNA

কারগিলে অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় শীর্ষস্থানে উত্তীর্ণদের নাম ঘোষণা

20:16 - February 08, 2019
সংবাদ: 2607900
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কালগিলে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় শীর্ষস্থানে উত্তীর্ণদের নাম ঘোষণা করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইসলামী প্রজাতন্ত্র ইরানের ৪০তম বিজয় বার্ষিকী উপলক্ষে ভারতের কারগিলের বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ৫ম ও ৬ষ্ঠ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে।

প্রথম দিন ছেলেদের জন্য এবং দ্বিতীয় দিন মেয়েদের জন্য অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কুরআন প্রতিযোগিতায় ছেলেদের মধ্যে শীর্ষ স্থানে উত্তীর্ণ হয়েছেন যথাক্রমে কারগিল শহরের মিনা সুরু এলাকায় বাকিয়াতুল্লাহ দারুল কুরআনের ছাত্র গোলাম হুসাইন, বোরো কলোনী এলাকার আল্লামা তাবাতাবায়ী দারুল কুরআনের ছাত্র মুহাম্মাদ ইউনুস এবং বারাকু এলাকার ইমাম খোমেনী (রহ.)দারুল কুরআনের ছাত্র গোলাম মোহসেন প্রথম থেকে তৃতীয় স্থানের অধিকারী হয়েছেন।

মেয়েদের মধ্যে শীর্ষ স্থানে উত্তীর্ণ হয়েছেন যথাক্রমে, মুঞ্জী গান্দ এলাকার ইমাম হুসাইন (আ.) দারুল কুরআনের ছাত্রী যায়নাব বানু, গঙ্গামা কারগীল এলাকার রায়হানুন নবী (সা.) দারুল কুরআনের ছাত্রী নাজাহাত ফাতেমা এবং সালীসাকুত এলাকার ইমাম জামান (আ.) দারুল কুরআনের ছাত্রী যায়নাব প্রথম থেকে তৃতীয় স্থানের অধিকারী হয়েছেন। iqna

কারগিলে অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় শীর্ষস্থানে উত্তীর্ণদের নাম ঘোষণা

 

captcha