IQNA

ইমাম মাহদীর আবির্ভাবের জন্য আমাদের করণীয়

20:47 - February 12, 2019
সংবাদ: 2607927
ইমাম মাহদী(আ.) বলেছেন: «لَوْلا شیعَتُنا اتفَقُوا...؛আমাদের শিয়ারা যদি সম্মিলিতভাবে আমার আবির্ভাবের জন্য দোয়া করত তাহলে আমার আবির্ভাব এত বিলম্বিত হত না। খাটি মু’মিন ব্যক্তিরা যদি একত্রিত হয়ে আমার জন্য বিশেষভাবে দোয়া করত তাহলে তাদের দোয়া কবুল হত।

বার্তা সংস্থা ইকনা: ইমাম মাহদীর রাষ্ট্র গঠনে সার্বিবকভাবে জনগণের অংশগ্রহণ এবং বিশেষভাবে ইমাম মাহদীর অনুসারীদের অংশগ্রহণ একান্ত জরুরী। সুতরাং সবাইকে আকিদাগত এবং নৈতিকভাবে ইমাম মাহদীকে সাহায্য করার  জন্য প্রস্তুত থাকতে হবে।

ইমাম মাহদী(আ.) স্বৈরাচারী নীতির মূল উতপাটন করবেন এবং ন্যায়পরায়ন রাষ্ট্র প্রতিষ্ঠিত করবেন। তিনি অন্যায় অত্যাচার ও জুলুমের অবসান ঘটাবেন। প্রতিটি হকদারকে তাদের হক পৌছে দিবেন। সাম্য ও ভাতৃত্ব প্রতিষ্ঠা করবেন।

ইমাম সাজ্জাদ(আ.) আরও বলেন, হে আল্লাহ! যারা ইমাম মাহদীর জন্য অধীর হয়ে অপেক্ষায় রয়েছে তাদের উপর দরুদ ও সালাম বর্ষণ করুন।

পবিত্র কুরআনেও বর্ণিত হয়েছে: إِنْ تَنْصُرُوا اللَّهَ يَنْصُرْکُمْ وَ يُثَبِّتْ أَقْدامَکُمْ হে বিশ্বাসীগণ! যদি তোমরা আল্লাহকে সাহায্য কর, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা দৃঢ়প্রতিষ্ঠ করবেন।

সুতরাং ইমাম মাহদীর অনুসারীদের দায়িত্ব হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে নিবেদিত করা এবং ইমাম মাহদীর সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত থাকা।

captcha