IQNA

তালেবান প্রতিনিধিদের সঙ্গে আমেরিকার পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হবে

20:26 - February 14, 2019
সংবাদ: 2607940
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের তালেবান প্রতিনিধিদের সঙ্গে আমেরিকার পরবর্তী বৈঠক পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হবে।

বার্তা সংস্থা ইকনা: ইসলামাবাদে চলতি মাসের ১৮ তারিখে এ বৈঠকে মার্কিন বিশেষ দূত জালমে খলিলজাদ তালেবানের সঙ্গে আলোচনায় বসবেন। পাশাপাশি পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও বৈঠক করবেন তালেবান প্রতিনিধি দল।

পাকিস্তানের কর্মকর্তারা এবং তালেবান গোষ্ঠী বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। ২০০১ সালের পর এই প্রথম পাক প্রধানমন্ত্রীর সঙ্গে তালেবানের বৈঠক হতে চলেছে।

এক বিবৃতিতে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, পাক সরকারের আমন্ত্রণে তালেবান প্রতিনিধিরা ইসলামাবাদ সফর করবেন। ইমরান খানের সঙ্গে বৈঠকে পাক-আফগান সম্পর্কের বিষয়, আফগান শরণার্থীদের বিষয়ে এবং আফগান ব্যবসায়ীদের নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।

এর আগে, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে তালেবানের সঙ্গে আমেরিকার আলোচনা হয়েছে। এ ছাড়া, চলতি মাসের ২৫ তারিখে তালেবান এবং আমেরিকার মধ্যে পরবর্তী বৈঠক কাতারের রাজধানী দোহাতে হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি। iqna

 

 

captcha