IQNA

কাশ্মিরে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের নিন্দা

14:04 - February 17, 2019
সংবাদ: 2607955
আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় আধাসামরিক বাহিনী সিআরপিএফ জওয়ানদের হতাহতের ঘটনায় পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশ তীব্র নিন্দা জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: সন্ত্রাসীদের এই হামলায় আধাসামরিক বাহিনী সিআরপিএফের ৪৪ জওয়ান নিহত হয়েছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লিখিত এক বিবৃতিতে উল্লেখ করেছে, “আমরা বিশ্বের যে কোন স্থানের সহিংসতার নিন্দা জানায়”।
প্রকাশিত বিবৃতিতে কাশ্মিরের এই হামলাকে “উদ্বেগজনক” হিসেবে অবিহিত করা হয়েছে।
উল্লেখ্য, ১৫ই ফেব্রুয়ারি সন্ত্রাসীদের এই হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে আধাসামরিক বাহিনী সিআরপিএফের ৪৪ জওয়ান নিহতের জেরে প্রতিবাদ বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে উঠেছে জম্মু শহর। ভাঙচুর, অগ্নিসংযোগ ইত্যাদির ফলে সেখানে সাম্প্রদায়িক সহিংসতার ভয়ে সেনাবাহিনী মোতায়েন করাসহ কারফিউ জারি ও মোবাইল ইন্টারনেট পরিসেবা স্থগিত করা হয়েছে। সন্ত্রাসীদের এই হামালায় ৪৪ জন সৈন্য নিহত এবং ২২ জন সৈন্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাজ্যের পুলওয়ামা জেলার আওয়ান্তিপুরা এলাকায় সিআরপিএফের প্রায় ৭৮টি গাড়ি লক্ষ্য করে ভয়াবহ হামলা চালানো হয়। সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় বাহিনীর ওপর এটাই সবচেয়ে বড় হামলা। ধারণা করা হচ্ছে, ওই হামলায় প্রায় ৩৫০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে
পুলিশ কর্মকর্তা মুনির আহমাদ খান বলেন: সন্ত্রাসীদের এই হামলায় একটি বাস সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে এবং কমপক্ষে পাঁচটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। iqna

captcha