IQNA

মালয়েশিয়ায় অনলাইনে কুরআন বিক্রয়ের ব্যাপারে সরকারের সতর্কবাণী

0:32 - February 18, 2019
সংবাদ: 2607962
আন্তর্জাতিক ডেস্ক: সরকার ঘোষণা করেছে, যদি কেউ অনুমতি ব্যতীত অনলাইনে কুরআন বিক্রি করে, তাহলে তাকে আর্থিক জরিমানা অথবা কারাদণ্ডে দণ্ডিত করা হবে।

বার্তা সংস্থা ইকনা: অনলাইনে কুরআন বিক্রয়ের ব্যাপারে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোরভাবে পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছে।

এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়ক ও আইন প্রয়োগকারী কর্মকর্তা বলেছেন: অনলাইনে যে সকল কুরআন বিক্রয় করা হচ্ছে তার মধ্যে অধিকাংশ কুরআন প্রতিবেশী দেশ থেকে এদেশে প্রবেশ করছে। গুনগত মান বজায় না রেখে পবিত্র কুরআনের এসকল পাণ্ডুলিপি প্রিন্ট করা হচ্ছে।

তিনি বলেন: গবেষণা দেখায় যে, বিক্রেতারা প্রতিবেশী দেশ থেকে পবিত্র কুরআনের এসকল পাণ্ডুলিপি এদেশর প্রবেশ করাচ্ছে। এরমধ্যে অধিকাংশ পাণ্ডুলিপির আমদানি লাইসেন্স নেই। সুতরাং এসকল পাণ্ডুলিপি সম্পর্কে আমার কোনও নিরীক্ষণ করতে পারছি না। সৌদি আরবের মুদ্রণকে অনুসরণ করে মালয়েশিয়ায় কুরআন মুদ্রণ করা হয়। অর্থাৎ ওসমান তাহা বর্ণমালায় মালয়েশিয়ায় কুরআন প্রিন্ট করা হয়। তবে প্রতিবেশী দেশে মুদ্রণের মান ভিন্ন। এমন কি অঞ্চল লেখার ডিজাইন, হারকাত এবং ওয়াকফ ও এবতেদা’র চিহ্নসমূহও ভিন্ন পন্থায় লেখা হয়েছে।

তিনি অনলাইন বিক্রেতাদের সতর্ক করে বলেছেন: যারা মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কুরআন বিক্রি করবে, তাদেরকে ১৯৮৬ সালের কুরআন প্রিন্ট আইন অনুযায়ী দোষী সাব্যস্ত করা হবে। এই আইন অনুযায়ী, এধরণের বিক্রেতাদের ২০ হাজার রিংগিত (মালয়েশিয়ার অর্থ) পর্যন্ত জরিমানা অথবা পাঁচ বছর জেল হতে পারে।  iqna

captcha