IQNA

রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৬০ মিলিয়ন ডলার অনুদান করবে আমেরিকা

14:42 - February 18, 2019
সংবাদ: 2607965
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের ৬০ মিলিয়ন ডলার অনুদান করবে।

বার্তা সংস্থা ইকনা: বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য জাতিসংঘের যৌথ প্রকল্প শুরু হওয়ার সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্র রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৬০ মিলিয়ন ডলার অনুদান করবে বলে জানিয়েছে।

রোহিঙ্গা শরণার্থীদের জন্য ক্যাম্প ইনফ্রাস্ট্রাকচার নির্মাণ, খাদ্য, বিশুদ্ধ পানি, স্যানিটেশন, সামাজিক সহায়তা এবং শিক্ষা খাতে ব্যয় করার জন্য এই মানবিক দান করা হয়েছে।

২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে সহিংসতার পর রোহিঙ্গাদের ওপর নিধনযজ্ঞ জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা ও ধর্ষণ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে সাত লাখেরও বেশি রোহিঙ্গা। চরমপন্থি বৌদ্ধ ও সেনাবাহিনীর এই হামলায় ৬ হাজারের অধিক রোহিঙ্গা নিহত, আট হাজার রোহিঙ্গা আহত এবং প্রায় এক লাখের অধিক রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়েছে।

মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যা এবং জাতিগত নিধনের জন্য জাতিসংঘ সেদেশর সেনাবাহিনীকে বিশ্বের সবচেয়ে খারাপ সেনাবাহিনী হিসেবে অবিহিত করেছে। iqna

 

captcha