IQNA

আত্মিক পরিশুদ্ধি অর্জনের অন্যতম মাধ্যম এতেকাফ

19:27 - March 10, 2019
সংবাদ: 2608095
বর্তমান মুসলিম জাহানের অন্যতম শীর্ষ মনীষী হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজী বলেছেন যে, পবিত্র রজব মাস আল্লাহর বিশেষ রহমত ও বরকতের মাস; এ মাসে পালিত এতেকাফের মাধ্যমে আত্মিক পরিশুদ্ধি অর্জিত হয়।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজী বলেছেন: রজব মাস হচ্ছে রমজান মাসের প্রস্তুতিকাল। যদি কেউ রমজান মাসের পরিপূর্ণ ফজিলত ও বরকতকে অনুধাবন করতে চায়, তাহলে তাকে অবশ্যই রজব মাস থেকে সে প্রস্তুতি গ্রহণ করতে হবে।

তিনি রজব মাসের গুরুত্বপূর্ণ দিনসমূহের প্রতি ইশারা করে বলেন: মাহে রজবের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত নানাবিধ ঐতিহাসিক ও ফজিলতপূর্ণ দিনসমূহ রয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আগামীকাল ১৩ই রজব; যেদিন আমিরুল মু’মিনিন আলী (আ.) পবিত্র কাবা গৃহে জন্ম গ্রহণ করেছিলেন। যে নজিরবিহীন ঘটনা মানব ইতিহাসে অন্য কোন মানুষের ভাগ্যে জুটেনি। প্রতি বছর রজব মাসের ১৩ তারিখ থেকে ইরানে জাতীয়ভাবে এতেকাফ পালিত হয়। এ এতেকাফের আধ্যাত্মিক অনুষ্ঠান আমাদের মন ও অন্তরকে খোদামুখী করে এবং গুনাহ ও কলুষতা হতে মুক্ত করে।

 

captcha