IQNA

আইআরজিসি-কে সন্ত্রাসী ঘোষণা মার্কিন ব্যর্থতার প্রমাণ: হিজবুল্লাহ

16:56 - April 11, 2019
সংবাদ: 2608312
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি-কে সন্ত্রাসী ঘোষণা করে আমেরিকা মূলত মধ্যপ্রাচ্যে নিজের ব্যর্থতার সুস্পষ্ট প্রমাণ তুলে ধরেছে। এর মধ্যদিয়ে মার্কিন সরকার তাদের সীমাহীন নির্লজ্জতা ও বোকামির পরিচয় দিয়েছে।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন, “মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের ষড়যন্ত্র বাস্তবায়নের বিরুদ্ধে ইরানের এই বাহিনী বিরাট বড় ভূমিকা পালন করে আসছে। এ প্রেক্ষাপটে আমরা মার্কিন সরকারের পদক্ষেপের নিন্দা করছি এবং আইআরজিসি’র বন্ধুদের প্রতি সমর্থন ঘোষণা করছি। গতকাল (বুধবার) সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুত থেকে এক টেলিভিশন বক্তৃতায় হাসান নাসরুল্লাহ এসব কথা বলেছেন।

তিনি বলেন, আমেরিকা হচ্ছে সারা বিশ্বে সন্ত্রাসীদের প্রধান উৎস ও পৃষ্ঠপোষক। ইহুদিবাদী ইসরাইল ও উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর জন্য আমেরিকা একটি পুরো জাতিকে অপমানিত করার চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যে মার্কিন ষড়যন্ত্র বাস্তবায়নের বিরুদ্ধে হিজবুল্লাহ যোদ্ধারা কার্যকর ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন। হাসান নাসরুল্লাহ বলেন, আইআরজিসি ও হিজবুল্লাহকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করার মধ্যদিয়ে এ দুটি সংগঠনের শক্তির প্রমাণ মেলে।  iqna

captcha