IQNA

হামাসকে সমর্থনের অজুহাতে;

দুটি ইসলামী প্রতিষ্ঠানে জার্মানি পুলিশের হামলা

20:22 - April 11, 2019
সংবাদ: 2608316
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানের পুলিশ গতকাল (১০ম এপ্রিল) ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ গ্রুপ হামাসকে সমর্থনের জন্য দুইটি ইসলামী ইন্সটিটিউট অফিসে হামলা চালিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: বিশ্ব প্রতিরোধ সহায়তা ইন্সটিটিউট (WorldWide Resistance-Help( এবং আন্তর্জাতিক আনসার ইন্সটিটিউটে জার্মানের পুলিশ হামলা চালিয়েছে।

হামাসের মাধ্যমে ফিলিস্তিনি জনগণদের মানবিক সাহায্য জন্য অর্থ সংগ্রহের অভিযোগে এই দুটি প্রতিষ্ঠানকে অভিযুক্ত করা হয়েছে।

এদিকে এই দুই প্রতিষ্ঠান বলেছে তারা গাজা, সিরিয়া, সোমালিয়া এবং অন্যান্য দেশের জনগণের প্রয়োজন মেটানোর জন্য অর্থ সংগ্রহ করেছে।

জার্মানের স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফার এক বিবৃতিতে ঘোষণা করেছেন: যারা হামাসকে মানবিক সহায়তা প্রদান করবে, তাদের বিরুদ্ধে আমাদের একশন নেওয়ার অধিকার রয়েছে। কারণ, এর মাধ্যমে তারা আমাদের সংবিধানের মৌলিক মূল্যবোধ লঙ্ঘন করবে। 

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি অপরাধগুলোর ব্যাপারে পশ্চিমা দেশগুলো দৃষ্টিহীন হয়ে থাকে এবং তারা ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে অবস্থানরত হামসকে সন্ত্রাসী হিসেবে চেনে। iqna

captcha