IQNA

শিক্ষার্থীদের জন্য তৃতীয় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু

20:06 - April 12, 2019
সংবাদ: 2608323
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে ৩৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এই প্রতিযোগিতার পাশাপাশি আজ (১২ই এপ্রিল) বিকালে ছাত্রীদের জন্য তৃতীয় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ছাত্রীদের জন্য তৃতীয় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান আজকে হুমা হোটেলের মিলনায়তনে শুরু হয়েছে।

উক্ত প্রতিযোগিতায় শীর্ষ স্থান দখল করার জন্য ইরান, তুরস্ক, জর্ডান, আলজেরিয়া ও তানজানিয়া প্রতিনিধিরা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করবেন। প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের ১৫ই এপ্রিল ইমাম খোমেনী (রহ.) মুসাল্লীতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হবে।

নারী ও পরিবার বিষয়ক উপাচার্য মাসুমা এবতেকার ছাত্রীদের জন্য অনুষ্ঠিত তৃতীয় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। iqna

 

 

captcha