IQNA

ইরাকে দায়েশের ১৮টি গোপন আস্তানা ধ্বংস করা হয়েছে

20:19 - April 14, 2019
সংবাদ: 2608336
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের আল-আনবার প্রদেশে নিরাপত্তা বাহিনী এক অপারেশন চালিয়েছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের ১৮টি গোপন আস্তানা ধ্বংস করেছে।

বার্তা সংস্থা ইকনা: ইরাকের নিরাপত্তা বাহিনীর অন্তর্গত মিডিয়াসমূহ গতকাল ঘোষণা করেছে, আল-আনবার প্রদেশে নিরাপত্তা বাহিনী এক অপারেশন চালিয়েছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের ১৮টি গোপন আস্তানা ধ্বংস করেছে। নিরাপত্তা বাহিনীর এই হামলায় দুই আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছে। এই দুই সন্ত্রাসীর শরীরে বোমা বেল্ট বাধা ছিল।

এসকল মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, আনবার প্রদেশে অপারেশন কমান্ড ইরাকী বিমান বাহিনী এবং ইন্টারন্যাশনাল কোয়ালিশন এয়ার ফোর্সের সহযোগিতায় সন্ত্রাস বিরোধী এই হামলা চালিয়েছে।

এছাড়াও এই হামলায় দায়েশের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে এবং দুইটি শক্তিশালী বোমা ও ৬টি গাড়ি জব্দ করা হয়েছে।  iqna

 

 

captcha