IQNA

বেলারুশ মিউজিয়ামে চার্চের ১০০টি আর্টওয়ার্ক প্রদর্শন + ছবি

22:58 - April 23, 2019
সংবাদ: 2608404
আন্তর্জাতিক ডেস্ক: বেলারুশের "ব্রোস্ট" আর্ট মিউজিয়ামে গির্জার বিভিন্ন শিল্পসমূহ প্রদর্শন করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: এই প্রদর্শনীতে বেলারুশের "ব্রোস্ট" আর্ট  টেরিটরিয়ালিজম মিউজিয়াম এবং গ্রেট বিশপের অফিসের পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে।

এই প্রদর্শনতে প্রাচীন ও সমসাময়িক চিত্রকর্ম, ধর্মতত্ত্ব সংগ্রহ ও গ্রন্থসমূহ এবং উপাসনালয় এবং গির্জার সাজসজ্জাসহ প্রায় ১০০টি শিল্প প্রদর্শন করা হয়েছে।

প্রদর্শনীতে যে সকল শিল্পসমূহ উপস্থাপন করা হয়েছে তার মধ্যে অধিকাংশ যীশু ও মরিয়মের কর্মশালা কনভেন্ট থেকে সংগ্রহ করা হয়েছে। আগামী ১২ই মে পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের প্রদর্শনের জন্য খোলা থাকবে।

এই প্রদর্শনীর পাশাপাশি "ব্রোস্ট" আর্ট মিউজিয়ামে “পবিত্র গ্রন্থসমূহের শহর: ব্রোস্ট” শিরোনামে অপর এক প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। উক্ত প্রদর্শনী ১৩ই এপ্রিল শুরু হয়েছে এবং টানা ৩য় মে পর্যন্ত অব্যাহত থাকবে। iqna

captcha