IQNA

ঘানায় অশান্টি ভাষায় পবিত্র কুরআন অনুবাদ

19:38 - May 03, 2019
সংবাদ: 2608468
আন্তর্জাতিক ডেস্ক: ঘানায় কোমাসী শহরে অশান্টি ভাষাতে পবিত্র কুরআনের অনুদিত পাণ্ডুলিপির মোড়ক উন্মোচন করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ঘানার মুসলিম আলেম শাইখ “হারুন আগিকুম” অশান্টি ভাষা ভাষীদের পবিত্র কুরআনের অর্থ ভালোভাবে বোঝানোর জন্য এই ভাষায় পবিত্র কুরআন অনুবাদ করেছেন।

অশান্টি নামক অঞ্চলের জামের মসজিদের পেশ ইমাম শাইখ আব্দুল মুমিন অনুদিত পবিত্র কুরআনের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি পবিত্র কুরআনের অর্থ আরও অধিক ভাবে বোঝার জন্য সকলের নিকট আহ্বান জানিয়েছে।

ঘানার সশস্ত্র বাহিনীর  (GAF) সাবেক পেশ ইমাম ওমর সিন্দা আহমাদ তার বক্তৃতায় অশান্টি ভাষায় পবিত্র কুরআন অনুবাদ করার জন্য অনুবাদক শাইখ হারুন আগিকুমকে অভিনন্দন জানিয়েছেন।

অশান্টি বা অশান্টাহ ঘানার দক্ষিণাঞ্চলের প্রচলিত আকানী ভাষার একটি অংশ। ঘানার ২৮ লাখ নাগরিক এবং আইভারি কোস্টের জনগণ অশান্টি ভাষায় কথা বলেন। iqna

 

 

captcha