IQNA

পবিত্র রমজান মাস উপলক্ষে;

ইসরাইলের খেজুর বর্জন করতে ইংল্যান্ডে ক্যাম্পেইন

17:44 - May 17, 2019
সংবাদ: 2608562
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজান মাস আগমনের সাথে সাথে ইসলামী ও মানবাধিকার সংস্থাগুলো ইংল্যান্ডের জনগণ বিশেষ করে মুসলমানদের নিকটে ইহুদিবাদী ইসরাইলের রপ্তানিকৃত খেজুর বয়কট করার আহ্বান জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইংল্যান্ডে প্রতি বছর পবিত্র রমজান মাস আগমনের সাথে সাথে ইহুদিবাদী ইসরাইলের রপ্তানিকৃত খেজুর বয়কট করার ক্যাম্পেইন চালু করা হয়।

লন্ডনে ইসলামী মানবাধিকার কমিশনের প্রধান “মাসুদ সাজারা” এব্যাপারে বলেন: ইহুদিবাদী ইসরাইল মোট ১৫১ মিলিয়ন পাউন্ড খেজুর রপ্তানি করেছে। এরমধ্যে ২৩ মিলিয়ন পাউন্ড খেজুর শুধুমাত্র ইংল্যান্ডের রপ্তানি করেছে।

তিনি গুরুত্বারোপ করে বলেন: এসকল খেজুর সেই জমির গাছ থেকে সংগ্রহণ করা হচ্ছে, যেই জমি ও গাছ জোরপূর্বক ফিলিস্তিনিদের নিকট থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আমরা ইংল্যান্ডের মুসলমানদের নিকট ইসরাইলের রপ্তানিকৃত খেজুর বয়কট করে, শুধুমাত্র ফিলিস্তিনিদের খেজুর ক্রয় করতে আহ্বান জানিয়েছে।

বলা হয়েছে যে, ফিলিস্তিনিদের নিকট হতে জোরপূর্বক যে জমি ছিনিয়ে নেওয়া হয়েছে, সেখান থেকে ৬০ শতাংশ খেজুর রপ্তানি করা হয়। এসকল খেজুর বাগানের পরিচর্যা করার জন্য কম মজুরিতে ফিলিস্তিনের দরিদ্রদের কাজে লাগানো হয়। এমনটি খেজুর সংগ্রহের জন্য শিশুদেরকেও ব্যবহার করা হয়।

২০০৫ সালে  ফিলিস্তিনের ১৭০ টিরও বেশি সংগঠন “Boycott, ban and sanctions” নামক একটি প্রচারণা চালু করে। এর প্রচারণার মাধ্যমে ইসরাইলের সাথে ব্যবসা এবং তাদের পণ্য ক্রয় করার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বিশ্বব্যাপী এই প্রচারণাটিকে স্বাগত জানানো হয়েছে।  iqna

 

 

captcha