IQNA

ইরানের প্রেসিডেন্ট;

ইরান কখনোই আগ্রাসী ও বলদর্পীর কাছে মাথানত করে নি এবং ভবিষ্যতেও করবে না

18:47 - May 19, 2019
সংবাদ: 2608576
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরান কখনোই বলদর্পীদের কাছে মাথানত করে না। গতরাতে একদল শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হাসান রুহানি আরও বলেছেন, ইরান আলোচনা ও যুক্তির পক্ষে। তবে যারা বলছে ইরানকে আলোচনায় বসতে বাধ্য করবে তারা ভুল করছে। বিশ্বের সব শক্তিও যদি ইরানের বিরুদ্ধে হাত মেলায় তারপরও তেহরান এ ধরণের আলোচনায় যাবে না।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ইহুদিবাদী ইসরাইল এবং বিশ্বের তিন থেকে চারটি দেশ ছাড়া আর কেউ মার্কিন অবস্থানকে সমর্থন করে না। ইরান নিশ্চিতভাবে শত্রুদেরকে পরাজিত করবে বলে তিনি জানান। রুহানি বলেন, ইরান কখনোই আগ্রাসী ও বলদর্পীর কাছে মাথানত করে নি এবং ভবিষ্যতেও করবে না। ইরানিদের দৃঢ় মনোবলের কাছে আমেরিকার পরাজয় ঘটবে।

গত বুধবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইসলামি ইরান খুব শিগগিরই আমেরিকার সঙ্গে আলোচনায় বসবে। এর আগেও মার্কিন প্রেসিডেন্ট এ ধরণের কল্পনাপ্রসূত বক্তব্য দিয়েছেন। অনেক আগে একবার তিনি বলেছেন, ইরানিরা নতুন একটি চুক্তির জন্য তার সঙ্গে যোগাযোগ করবে। কিন্তু বাস্তবে এমন কিছু ঘটে নি।  iqna

captcha