IQNA

নিউজিল্যান্ডে ইসলামিক কেন্দ্র নির্মাণের পরিকল্পনা

1:58 - May 22, 2019
সংবাদ: 2608597
আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের মার্লবরো শহরের বাসিন্দারা মুসলমানদের শান্তিপূর্ণভাবে ইবাদত করার জন্য জনগণের অনুদান ও সাহায্যের মাধ্যমে এই শহরে একটি ইসলামিক কেন্দ্র নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: এসকল উদ্যোক্তারা মার্লবরো নামের একটি গ্রুপ তৈরি করে জনগণের নিকট হতে সাহায্য গ্রহণ করবে।

এব্যাপারে এই দলের সামাজিক নেটওয়ার্কের পেজে উল্লেখ করা হয়েছে, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের জন্য একটি কেন্দ্র নির্মাণ করা। যাতে সেখানে তারা শান্তিপূর্ণভাবে ইবাদত-বন্দেগি করতে পারে।

নিউজিল্যান্ডের এই অঞ্চলের অধিকাংশ মুসলমানরাই শরণার্থী। নিউজিল্যান্ডের কর্তৃপক্ষ শরণার্থীদের স্থান পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়ার পর মার্লবরো সদস্যরা মুসলমানদের জন্য একটি নতুন স্থান নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে।

তারা আশা প্রকাশ করেছেন যে, এই কেন্দ্রটি নির্মাণ হওয়ার পর বিশেষজ্ঞ মুসলমান বিশেষ করে ডাক্তার, নার্স, শিক্ষার্থীরা এই অঞ্চলে প্রবেশ করেতে উৎসাহিত হবেন। iqna

 

 

 

 

 

captcha