IQNA

রমজান মাস উপলক্ষে দৈনিক মসজিদুল হারামের ৪০০ কার্পেট ধৌত করা হচ্ছে

3:44 - May 23, 2019
সংবাদ: 2608603
আন্তর্জাতিক ডেস্ক: মসজিদুল হারামের অন্তর্গত একটি নিবেদিত কারখানায় প্রতিদিন ৪০০টি কার্পেট ধৌত করা হচ্ছে। মসজিদুল হারামে এই সেবা প্রদান করার জন্য কারখানায় ২০ জন দক্ষ কর্মী রয়েছে।

বার্তা সংস্থা ইকনা: মসজিদুল হারামের সার্ভিস অ্যান্ড স্পাইং ডিপার্টমেন্টের পরিচালক নায়িফ আল-জোহদেলী এ ব্যাপারে বলেন: এই কারখানায় পবিত্র রমজান মাস জুড়ে এবং ওমরা ও হজ মৌসুমে দৈনিক ৪০০টি কার্পেট ধৌত করা হয়।

আল-জোহদেলী বলেন: কর্মীরা বিশেষ মেশিন ব্যবহার করে কার্পেটের ধুলো পরিষ্কার করে এবং কার্পেট ধৌত করার জন্য উপযুক্ত আতর ও শ্যাম্পু ব্যবহার করা হয়।

সৌদি কর্তৃপক্ষ মসজিদুল হারামের নামাজের কার্পেট নির্মাণ ও ধৌত করার জন্য ২০০০ সালে বিশেষ কারখানা নির্মাণ করেছে। এর পূর্বে মসজিদুল হারামের জন্য বেলজিয়াম, জার্মান এবং লেবানন কার্পের নির্মাণ করতো। iqna

 

captcha