IQNA

ফ্রান্সে “সাদর” মসজিদ উদ্বোধন

16:41 - May 26, 2019
সংবাদ: 2608616
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের মার্সি শহরে ২০ লাখ ইউরোর বাজেটে “সাদর” মসজিদ নির্মাণ করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ফ্রান্সের উত্তরাঞ্চলীয় মার্সি শহরে নির্মিত এই মসজিদটি সম্প্রতি এই শহরের গভর্নর জেইন ক্লাউড গুডেনের উপস্থিতিতে উদ্বোধন করা হয়েছে।

মার্সি শহরের গভর্নর এই মসজিদটিকে এই অঞ্চলের মুসলমানদের প্রতীক হিসেবে পরিচিতি করিয়েছে বলেছেন: যখন ইসলাম বিদ্বেষীরা আপনাদের ধর্মকে ছোট চোখে দেখেছে, ঠিক তখনই আমরা এই মসজিদটি নির্মাণের জন্য শত শতাংশ খচর বরাদ্দ করতে সক্ষম হয়েছি।

ফ্রান্সের অবস্থিত ইরানী কালচারাল অ্যাটাশে জানিয়েছেন, এই মসজিদটি নির্মাণের জন্য ২০ লাখ ইউরো ব্যয় হয়েছে। মসজিদটি নির্মাণের সকল খবর মুসলমানদের অর্থায়নে সংগ্রহণ করা হয়েছে। এই মসজিদে প্রায় ১ হাজার মুসল্লি এক সাথে নামাজ আদায় করতে পারবে। একটি স্থানীয় সংস্থার উদ্যোগে মসজিদটি নির্মাণ করা হয়েছে। মসজিদটি নির্মাণের জন্য সরকারের নিকট হতে ২০১২ সালে অনুমোদন নেয়া হয়েছে।  iqna

 

 

captcha