IQNA

কানাডায় সরকারি অফিসে নিষিদ্ধ হলো হিজাব

21:01 - June 19, 2019
সংবাদ: 2608755
আন্তর্জাতিক ডেস্ক: কানাডার কুইবেক প্রদেশের আইন পরিষদে সরকারি কর্মকর্তাদের জন্য অফিসে হিজাব ও ইসলামিক প্রতীক ব্যাবহারের ওপর নিষেধাজ্ঞার নতুন আইন অনুমোদন পেয়েছে।

বার্তা সংস্থা ইকনা: অধিকার আইন ২১ ধারা অনুযায়ী ৭৩ ভোট পক্ষে এবং ৩৫ ভোট বিপক্ষে পেয়ে সরকারী অফিসে হিজাব ও ইসলামিক প্রতীক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার নতুন আইনটির অনুমোদন দেওয়া হয়েছে।

এই আইন শুধুমাত্র সরকারী কর্মকর্তা বিশেষ করে শিক্ষিকা, বিচারক এবং পুলিশ অফিসারদের জন্য প্ররোনিত হয়েছে। তবে সরকারী কর্মচারীদের জন্য এই আইন প্রযোজ্য নয়।

অধিকার আইনের ২১ ধারা অনুযায়ী, যেসকল শিক্ষিকা ও শিক্ষকদের ২৮মে মার্চের পর নিয়োগ দেয়া হয়েছে, তাদেরকে ধর্মীয় প্রতীক পরিধানের অনুমতি দেয়া হবে না।

সাম্প্রতিক বছরগুলোয়, কুইবেক সরকার ধর্মনিরপেক্ষদের শক্তিশালীকরণ করতে হিজাব পরিধান ও ধর্মীয় প্রতীক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

কানাডার মুসলিম আঞ্জুমান নতুন এই আইনের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এই আইনের মাধ্যমে মুসলিম নারীদের বিরুদ্ধে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে এবং এর মাধ্যমে ইসলামফোবিয়া বৃদ্ধি পাচ্ছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এরপূর্বে এই আইনের বিরোধিতা করে বলেছেন: নারীরা কি ধরণের পোশাক পরিধান করবে সে ব্যাপারে সরকার কোন বাধ্যবাধকতা সৃষ্টি করবে না। iqna

 

 

captcha