IQNA

মার্কিন ড্রোনের অনুপ্রবেশ: ইরানের নিন্দা এবং হুঁশিয়ারি

22:49 - June 20, 2019
সংবাদ: 2608762
আন্তর্জাতিক ডেস্ক: গোয়েন্দা ড্রোন পাঠিয়ে ইরানের আকাশসীমা লঙ্ঘনের জন্য আমেরিকার কড়া নিন্দা জানিয়েছে ইরান। যেকোনো উস্কানিমূলক তৎপরতার জন্য সৃষ্ট পরিণতির দায়ভার আগ্রাসীদের বহন করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোট: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি আজ বৃহস্পতিবার ইরানের দক্ষিণাঞ্চলীয় আকাশসীমায় অনুপ্রবেশ করা একটি মার্কিন গোয়েন্দা ড্রোনকে গুলি করে ভূপাতিত করার ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, তেহরান এ ধরনের আগ্রাসী এবং উস্কানিমূলক তৎপরতার প্রতিবাদ জানাচ্ছে। ইরানি আকাশসীমা এবং ভূখণ্ডের অবৈধ এবং আগ্রাসীমূলক লঙ্ঘনের বিরুদ্ধে তেহরান কড়া হুঁশিয়ারি দিচ্ছে। তিনি বলেন, এ ধরনের তৎপরতার দায়ভার আগ্রাসীদের বহন করতে হবে বলেও জোর দিয়ে উল্লেখ করেন তিনি।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় প্রদেশ হরমুজগানের ‘কুহে মোবারক’ এলাকায় অনুপ্রবেশকারী একটি মার্কিন গোয়েন্দা ড্রোন গুলি করে নামানো পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিবৃতি প্রকাশ করা হলো্। iqna

 

captcha