IQNA

সমুদ্রে ব্রিটেনের দস্যুতা বরদাশত করবে না ইরান: প্রতিরক্ষামন্ত্রী

19:25 - July 08, 2019
সংবাদ: 2608862
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রাজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি জিব্রাল্টার প্রণালীতে তার দেশের একটি তেল ট্যাংকার আটকের ঘট্নায় ব্রিটেনের নিন্দা জানিয়ে বলেছেন, এ ধরনের দস্যুতা বরদাশত করবে না তেহরান।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: তিনি বলেন, ব্রিটিশ কর্তৃপক্ষের এই পদক্ষেপ আন্তর্জাতিক রীতি-নীতির বাইরে গেছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস নগরীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আজ (রোববার) এসব কথা বলেন। এ সময় তিনি জলদস্যুতার বিরুদ্ধে ইরানের দীর্ঘ তৎপরতার কথা তুলে ধরেন।

গত বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে জিব্রাল্টার কর্তৃপক্ষ ব্রিটিশ মেরিন সেনাদের সহায়তায় সিরিয়া অভিমুখী ইরানি ট্যাংকারটি আটক করে। এ বিষয়ে মার্কিন সরকার ব্রিটেনকে অনুরোধ করেছিল।

এ ঘটনার প্রতিবাদ জানাতে ইরানের নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করে তেহরান। তেল ট্যাংকারের দ্রুত মুক্তি দেয়ার কথাও বলেছে ইরান।
ব্রিটিশ নিয়ন্ত্রিত জিব্রাল্টার নিয়ে স্পেন ও ব্রিটেনের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। জিব্রাল্টারকে নিজের ভূখণ্ড বলে দাবি করে স্পেন।  iqna

 

captcha