IQNA

তুরস্কে অভ্যুত্থান বার্ষিকী উপলক্ষে এরদোগানের কুরআন তিলাওয়াত + ভিডিও

23:18 - July 17, 2019
সংবাদ: 2608917
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে ব্যর্থ অভ্যুত্থান বার্ষিকী উপলক্ষে সেদেশের প্রেসিডেন্ট ১৫ই জুলাই কুরআন তিলাওয়াত করেছেন। বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানে নিহতদের স্মৃতিচারণে সেদেশের প্রেসিডেন্ট ১৫ই জুলাই কুরআন তিলাওয়াত করেছেন।

ব্যর্থ অভ্যুত্থানে নিহতদের স্মরণে আঙ্কারার “বাস তাপ্পেহ” মসজিদে ১৫ই জুলাই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই মাহফিলে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান কুরআন তিলাওয়াত করেছেন।
এর পূর্বেও তিনি বিভিন্ন অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেছেন।
২০১৬ সালের ১৫-১৬ই জুলাই তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইয়্যেব এরদোগান এবং তার সরকারের বিরুদ্ধে সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থান করার প্রচেষ্টা করে ব্যর্থ হয়েছে। তুর্কি শান্তি পরিষদ নামক সংগঠন এই অভ্যুত্থানের জন্য দায়ী। এতে কমপক্ষে ২৯০ জন নিহত এবং ১,৪৪০ জনের বেশি আহত হয়। আঙ্কারায়, তুরস্কের পার্লামেন্ট ও রাষ্ট্রপতির প্রাসাদে বোমা হামলা চালানো হয়েছিল। গুলির শব্দ আঙ্কারা এবং ইস্তাম্বুলের প্রধান বিমানবন্দর থেকেও কাছাকাছি শোনা যায়।  iqna

captcha