IQNA

19:32 - August 01, 2019
সংবাদ: 2609003
আন্তর্জাতিক ডেস্ক: হযরত মুহাম্মাদ (সা.)এর আহলে বায়েত (আ.)এর নবম নক্ষত্র হযরত ইমাম জাওয়াদ (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে লন্ডনের ইসলামিক সেন্টারে শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আজ ১ম আগস্ট রাতে উক্ত শোক মজলিশ অনুষ্ঠিত হবে। এশার নামাজের পর দোয়া-ই-কুমাইল পাঠের মাধ্যমে শোকানুষ্ঠান শুরু হবে।
এছাড়াও আগামী বৃহস্পতিবার ৮ম আগস্ট হযরত মুহাম্মাদ (সা.)এর আহলে বায়েত (আ.)এর পঞ্চম নক্ষত্র হযরত ইমাম বাকির (আ.)এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উক্ত ইসলামিক সেন্টারে বিশেষ শোক মজলিস অনুষ্ঠিত হবে।   iqna

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য: