IQNA

গাজা সীমান্তে প্রাচীর নির্মাণের প্রচেষ্টায় ইসরাইল

18:16 - August 14, 2019
সংবাদ: 2609077
আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলি সেনারা গাজা উপত্যকার উত্তর-পূর্বাঞ্চলে সিমেন্টের নতুন প্রাচীর নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইহুদিবাদী ইসরাইলের চ্যানেল ১২-তে এক বিবৃতিতে ঘোষণা করেছে, ফিলিস্তিনিদের দখলকৃত অঞ্চলে প্রবেশ করা থেকে বিরত রাখার উদ্দেশ্যে এই প্রাচীর নির্মাণ করা হবে।
৬ মিটার উচ্চতা বিশিষ্ট এই প্রাচীর টানা ৯ কিলোমিটার জুড়ে প্রতিস্থাপন করা হবে। ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় এই প্রাচীর নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
ইহুদিবাদী ইসরাইলি সেনারা গত শুক্রবার থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত ফিলিস্তিনের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। দখলদার বাহিনীর এই হামলায় বেশ কয়েক জন শহীদ হয়েছেন।
বিগত কয়েক মাস জুড়ে ইসরাইলি বাহিনীর তাণ্ডবে গাজায় অশান্তির সৃষ্টি হয়েছে। ইহুদিবাদী ইসরাইল বেশ কয়েক বছর যাবত গাজা অবরুদ্ধ করে রেখেছে। এই এলাকায় পণ্যদ্রব্য আমদানি ও রপ্তানি করার ক্ষেত্রে সীমাবদ্ধতা এবং কিছু কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
গত ১২ বছর পূর্বে গাজা উপত্যকায় ইসরাইলির অবরোধের ফলে এই এলাকায় বসবাসরত ২০ লাখ ফিলিস্তিনিদের মধ্যে ১৩ লাখ ফিলিস্তিনির জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়েছে।   iqna

 

captcha